চৌগাছায় সড়ক দুর্ঘটনা ১নিহত গুরুতর আহত ১জন

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
চৌগাছা সড়ক দুর্ঘটনায় আসাদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সভায় চৌগাছা-যশোর রোগে কয়ার পাড়া নামক স্থানে দুর্ঘট টি ঘটে। ঘটনার বিবরণে জানা যায় জগনাথ পুর পালসার মোটরসাইকেল দ্রুতগতিতে চৌগাছা-যশোর রোডে কোয়ালপাড়া আর নামক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে দুইজন মোটরসাইকেল আরোহীজগদীশপুর ইউনিয়ন মির্জাপুর গ্রামে বাসিন্দা আকাশ (১৮)পিতা: শাহজাহান আলী ও একই গ্রামে জব্বার আলী ছেলে ইয়াসিন (১৮) দ্রুত গতিতে পালসার মোটরসাইকেলে করে কয়ারপাড়া নামক স্থানে আসলে পথচারী দক্ষিণ কয়ার পাড়ার আব্দুল রশিদুল ইসলাম ছেলে আসাদুল ইসলাম (৪০) তিনার চাপা দিলে গুরুতর আঘাত । চৌগাছা হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জূলকার ইসলাম বলেন আনার পূর্বে তিনি মারা গিয়েছেন।মোটরসাইকেল আরোহী আকাশের অবস্থা গুরুতর আহত তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ সড়ক দুর্ঘটনায় আশাদুল ইসলাম নিহত হয়েছেন সত্যতা নিশ্চিত করেন