
চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক পরিবারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী পশ্চিমপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাউলী গ্রামের আব্দুস সালামের মালিকানাধীন ৭ বিঘা জমিতে যাতায়াতের রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর আড়াইটার দিকে তিনি ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন এতে বাধা দেয় এবং একপর্যায়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়।
এজাহারে উল্লেখ করা হয়, কদর আলীর নেতৃত্বে কয়েকজন ধারালো অস্ত্র, গাছিদা, লোহার রড ও লাঠিশোটা নিয়ে আব্দুস সালামের জমিতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আব্দুস সালামের স্ত্রী শাপলা খাতুনের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। হামলায় আব্দুস সালাম নিজেও লোহার রডের আঘাতে আহত হন।
এছাড়া মারপিট ঠেকাতে গেলে প্রতিবেশী অমিত হাসান দিপ্ত ও জিলকত আলী নামের দুই যুবককে ও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় শাপলা খাতুন ও অমিত হাসান দিপ্তকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, শাপলা খাতুনের মাথায় ১৪টি এবং অমিত হাসান দিপ্তের মাথায় ২৫টি সেলাই দেওয়া হয়েছে। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

