চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় রহস্যজনক অগ্নিকাণ্ডে আশারফ আলী (৬০) নামের এক কৃষিশ্রমিকের বসতবাড়ি ও গৃহপালিত ছাগল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাত ১২টার পর স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষিশ্রমিক মাশিলা উত্তরপাড়ার বাসিন্দা এবং মৃত সন্তোষ শেখের ছেলে।
ভুক্তভোগী আশারফ আলী জানান, গভীর রাতে হঠাৎ তাদের বাড়ির পাশে থাকা পাটকাঠির গাদায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তার ৮টি ছাগলের মধ্যে ৬টি ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। বাকি ২টি ছাগল মারাত্মক দগ্ধ হলেও জীবিত রয়েছে। এছাড়া বসতঘরের লেপ-কম্বল, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়।
তিনি অভিযোগ করে বলেন, আগুন লাগার সময় আশপাশে কেরোসিন তেলের গন্ধ পাওয়া গেছে। জমিজমা ও বাড়ির সামনে রাস্তা নিয়ে ভাই বাদশার (৫৪) সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আগের দিনও এ নিয়ে তর্ক-বিতর্ক হয়। তার ধারণা, শত্রুতার জেরে বাদশা ক্ষতি করার উদ্দেশ্যে আগুন লাগিয়ে থাকতে পারেন। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।
স্থানীয়রা জানান, আশারফ ও তার ভাই বাদশার মধ্যে জমিজমা, রাস্তা ও দেওয়ানি মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ কারণে দুই পরিবারের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। তাঁদের ধারণা, বিরোধ থেকেও এ ঘটনার সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডের সময় আশারফদের চিৎকার শুনে প্রতিবেশী আব্দুল মুজিদসহ স্থানীয়রা দৌড়ে এসে টিউবওয়েল থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ি ও ছাগলের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আশারফের স্ত্রী শেফালী বেগম জানান, রাত ১২টার কিছু পর আগুন দেখতে পান তারা। বাড়ির ভেতর থেকে কিছুই উদ্ধার করতে পারেননি। কয়েক মিনিটের মধ্যেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, রাতে ওই এলাকায় প্রায়ই গাঁজা সেবনের আড্ডা বসে। অসতর্কতার কারণেও আগুন লাগতে পারে বলে তাদের ধারণা।
চৌগাছা ফায়ার সার্ভিসের লিডার শেখ আবু জাহিদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল করিম বলেন, বিষয়টি এই প্রথম শুনলাম। তবে আগামীকাল অফিস টাইমে খোঁজ খবর নেওয়া হবে।
চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই শারমিন আক্তার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.