চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় মাদকদ্রব্য পৃথক অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ দুইজন যুবককে আটক করেছে চৌগাছা থানার পুলিশ।
(৩০ মার্চ) বুধবার ১ কেজি গাঁজাসহ তামিম হোসেন(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানার পুলিশ। আটককৃত তামিম উপজেলার হুদাফতেপুর গ্রামের লেন্টু মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩০মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাশিলা বাজারের ব্রিজের আগে রেজাউল ইসলামের মুদি দোকানের পেছন থেকে ১ কেজি গাঁজাসহ তামিমকে আটক করে ।
এদিকে,পৃথক অভিযান মন্টু হোসেন (৩৬) নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গ্রেফতার করেছে। সে উপজেলার আড়সিংড়ি গ্রামের হোসেন আলীর ছেলে। গতকাল গভীর রাতে এ এস আই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মন্টুকে তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ আটক করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উভয়ের নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.