শ্যামল দত্ত/জাহিদ হাসান চৌগাছা থেকেঃ
চৌগাছায় মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বাধীন(১৭) নিহত ও গুরুতর আহত হন হাছান(১৭), ইমন (১৭) যশোর ২৫০সযা রিপোর্ট করা হয়েছে। মঙ্গলবার (১২জুলায়) বেলা ১২.৩০মিঃ যশোর রোডে কয়ার পাড়া প্রাথমিক বিদ্যালয় সামনে মোটরসাইকেল যশোর হতে চৌগাছা মুখে আসছিল ও মাইক্রোবাস (নং ঢাকা মেট্র-চ -৫১-৭৭০৭) যশোর যাচ্ছিল এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা যশোর কাঠাল তলায় বাসিন্দা জাহিদুলের ছেলে স্বাধীন(১৭) ঘটনাস্থলে মাথায় এবং বুকে আঘাত লেগে নিহত হন। বাকি দুইজন মোটরসাইকেল থাকা অবস্থায় একেই স্থানে বাড়ি ইবাদতের ছেলে ইমন (১৭) পা ভেঙ্গে যায় ও হাছান(১৭) মাথায় আঘাত লাগে তারা বর্তমানে এখন ২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে অবস্থান করেছেন। স্বাধীন কে চৌগাছা হাসপাতালে কর্তব্য রত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। বাকি ২জন কে যশোর পাঠান। এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবূজের জিজ্ঞাসা করলে তিনি বলেন মোটরসাইকেল ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত স্বাধীনের মৃত্যু সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.