চৌগাছায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

শ্যামল দত্ত চৌগাছা থেকে ঃ
গুজব প্রতিরোধ করুন, মাদক ও বাল্যবিবাহকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ( ব্যান্ডিং) নিয়ে আলোচনা করা হয়।
সোমবার (১৯ আগষ্ট) সকালে সিংহঝুলী শহীদ মশিয়ুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ‘র আওতায় (২০২২-২০২৩) অর্থবছরের জুলাই- সেপ্টেম্বরের প্রাম্ভিক বিষয়ে সমাবেশে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-পরিচালক (উপসচিব) মোঃ হুসাইন শওকত। এছাড়া বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি,অত্র বিদ্যালয়ের সভাপতি আলী কদর মোঃ শামসুজ্জামান, চেয়ারম্যান হামিদ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজজামান,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দে বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিল।