শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের অভিযোগে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে আদী ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী প্রদীপ কুমার ঘোষকে ১০ হাজার টাকা, পচা ও বাসি মিষ্টি রাখার দায়ে ডিজিটাল ঘোষ ডেয়ারির মালিক সঞ্জয় কুমার সরকারকে ৩ হাজার টাকা, একই অপরাধে বিপুল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা, বাদল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং রাশেদ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মিষ্টির দোকানগুলোর মালিকরা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। এছাড়া অনেক ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকান পরিচালনা করলেও, একাধিকবার জরিমানা করেও তাদের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না। তারা সামান্য জরিমানা দিয়ে আবারও একই অনিয়মে জড়িয়ে পড়ছেন।
অভিযানকালে পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মেহবুব হোসেন নয়ন, ভূমি অফিসের পেশকার অলোক কুমার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিন জাহান বলেন, “জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.