শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় ভূয়া হোমিও ডাক্তর জহির রায়হান (৩৭)
কে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১২ টার কুঠিপাড়া
মোড়ে রায়হান হোমিও হলের ডাক্তার জহির রায়হানের প্যাথিক প্যাকাটিশন অধ্যাদ্বেশ ১৯৮৩ এর
৩৯/২ এর ধারা অনুযায়ী
বিনাশ্রম ১৫ দিন কারা দন্ড ও ১০০০/- জরিমানা করা করা হয়েছে। হোমিও পাথেটিকসের ৪ বছের কোন ডিএমএস কোর্স কমপ্লিট নেই এজন্য সে ডাঃ ও ব্যবস্থাপত্র দিতে পারবে না। জহির রায়হান নিয়মিত ফি নিয়ে পেকশিশনের মাধ্যমে রোগী দেখেন ও ঔষধ দেন প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন অভিযোগ পাওয়া গিয়েছে। কুঠিবাড়ির মোড়ে দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে পেকশিশনের মাধ্যমে ফি ও ঔষধ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এবং তিনি পরিচয় দেন ভারতের কোলকাতা থেকে উন্নতমান প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার লেখেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল
ও জরিমানা করেন। উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন জাহান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সূরাই য়া পারভীন থানার উপ পরিদর্শক এস আই উত্তম কুমার রায়, ভূমি অফিসের প্রেসকার অলোক বিশ্বাস।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.