শ্যামল দত্ত চৌগাছা যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর নির্বাচনী গণসংযোগ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চৌগাছা বিএনপির উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। এতে প্রায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নেতা-কর্মী অংশ নেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী। এছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, আলীবুদ্দীন খানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী গণসংযোগ জোরদার করার আহ্বান জানান। তারা প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দায়িত্বশীল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।
বক্তারা আশা প্রকাশ করেন, সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.