
শ্যামল দত্ত চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সড়কের বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম সভাপতিত্ব করেন। পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিংহঝুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুস আলী দফাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। রাজনৈতিক ষড়যন্ত্রে তাঁকে দীর্ঘদিন অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছে। বক্তারা খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন এবং আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, খালেদা জিয়ার সুস্থতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শ্যামল দত্ত চৌগাছা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় প্রাণকেন্দ্র আধুনিক টাওয়ার লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পৌর শহরের প্রাণকেন্দ্র প্রেসক্লাব মোড়ে এ টাওয়ার লাইটের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি শেলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব বলেন, টাওয়ার লাইট শুধু আলোকসজ্জা নয়, এটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে। তিনি স্থানীয় জনগণকে সরকারি উন্নয়ন প্রকল্প রক্ষণাবেক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। এছাড়া জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চৌগাছা পৌরসভার উদ্যোগে স্থাপিত এই টাওয়ার লাইট রাতের বেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়কে আলোকিত করে রাখবে। এতে যানবাহন চলাচল আরও সহজ হবে এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।