চৌগাছায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
চৌগাছায় প্রবাসীর স্ত্রী সাহিদা বেগম,(৫০) আত্মহত্যা করেছেন। ১৫ এপ্রিল রোজশুক্রবার পাতিবিলি ইউনিয়নের ভবানীপুর গ্রামের সভায় অনুমান বিকাল ৩.৩০মিনিটে বৈদেশিক প্রবাসীর আবুল হোসেন স্ত্রী সাহিদা বেগম (৫০) নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে লাইলোন ভদড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার বিবরণে জানা যায় সাহিদা বেগমর একমাত্র পুত্র রাজু আহমেদ (৩২) বলেন আমার কন্যা বৈশাখী (১০) তার দাদী কে ঘরের ভিতরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। বিকাল ৪ টার সভায় মাকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত নিচেই নামায় এবং মৃত অবস্থায় তাকে পায়। মা দীর্ঘদিন মাথার সমস্যা ও পেটে ব্যথা ভুগছিলেন তিনি বলেন। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলে আত্মহত্যা সত্যতা নিশ্চিত করেন তিনি বলেন লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।