চৌগাছা (যশোর) প্রতিনিধি;
চৌগাছায় পিতার সদ্য মোটরসাইকেলের ইঞ্জিন চালিত মিশুক গাড়ি উল্টে৫ বছরের শিশু সন্তান সামাউল ইসলাম (৫)নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১.৩০ চৌগাছা পাশাপোল ইউনিয়নে বাড়ীয়ালী গ্রামের মইদুল আলী ছেলে সামাউল ইসলাম (৫)। ঘটনা বিবরণী জানা যায় পিতা সাইদুল আলী বেকারির ফাস্টফুড আইটেমের খাদ্য সামগ্রী ব্যবসায় করেন নতুন মোটরসাইকেল ইঞ্জিন চালিত মিশুক গাড়ি করে পুত্র নতুন মিশুক গাড়ি ওঠে এবং তার পাশের সিটে বসে ঝাকুনিতে পড়ে যেতে চেয়েছিল তার ধরতে যে বাড়ীয়ালী-আমজাদ রাস্তা আজিজের বাড়ির সামনে মিশুক গাড়ি উল্টে পুত্রের গাড়ি তলে পড়ে মাথায় আঘাত লাগে তখনই ২.৩০ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার শামসুজ্জামান বলে শিশু বাচ্চাটি আনার পূর্বে মৃত্যুবরণ করেছেন তিনি বলেন । চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ কাছে জিজ্ঞাসা করলে ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর রহমান সবুজ তিনি বলেন শিশু সন্তান পিতার মিশুক গাড়ি উল্টে মৃত্যুবরণ করেছে ঘটনাটি সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.