প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২২, ৫:০৮ পি.এম
চৌগাছায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এ ঘটনায় ট্রাক চালক স্বপন (২২) মারাত্মকভাবে আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১:০০ টার দিকে উপজেলার চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়ার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
আহত ট্রাক চালক স্বপন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা মেইন বাসস্ট্যান্ড এলাকার মৃত আনসার আলী মণ্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১ টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে যশোরগামী শশা বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালামাল বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ টিকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আফজাল হোসেনের বেকারির কাছাকাছি জায়গায় উল্টে গেলে বেকারির ভিতরে থাকা ৭-৮ জন মানুষ প্রানে বেঁচে যায়। এসময় ট্রাকের চালক স্বপন মারাত্মকভাবে আহত হয়।
চৌগাছা থানার উপ-পরিদর্শক এসআই এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.