প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২২, ৯:৩৯ এ.এম
চৌগাছায় দেড়কেজি গাঁজাসহ যুবক আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় দেড় কেজি গাজাসহ আমিন মোড়ল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।সে শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের নবিছদ্দি মোড়লের ছেলে।
সোমবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলার কুঠিপাড়া মোড় থেকে আমিনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে এসআই শামিম এবং এসআই বিপ্লব সংগীয় ফোর্সসহ সকাল ৮টা ৪০ মিনিটের সময় উপজেলার পৌর শহরের কুঠিপাড়া মোড়ে অভিযান চালিয়ে আমিন মোড়লকে আটক করা হয় । এসময় তার কাছে থাকা কালো রং-এর একটি ব্যাগ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাজা উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.