চৌগাছা (যশোর) প্রতিনিধি:
চৌগাছায় লাল রংয়ের হান্ড্রেট ১০০ সি সি
মটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (২মে)অনুমান দুপুর ২টির সভায় চৌগাছা বাজার ডাক্তার বজলে রহমান মার্কেটে আরিফ ফ্যাশন স্বত্বাধিকার আলী হোসেন প্রতিদিনের ন্যায় মোটরসাইকেল যোগে বাড়ি হতে দোকানে আসেন মোটরসাইকেলটি দোকানের পিছনে রেখে দেন অনুমান তিনটার দিকে মোটরসাইকেলে নিতে গিয়ে মোটরসাইকেলটি পাননি খোঁজ করেও মোটরসাইকেলটি পাননি নম্বর হান্ড্রেট১০০সি সি হ-১২৬৮৬৬ ঝিনাইদহ। এ বিষয়ে চৌগাছা থানায় একটি জিডি করেছেন। চৌগাছা থানার উপ-পরিদর্শক এসআই খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.