চৌগাছায় টেলিকমিউনিকেশন লিঃ(বি টি সি এল) অফিস ঢিলেঢালা দেখার কেউ নেই

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছা বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিঃ এর অফিসের কার্যক্রম ঢিলেঢালা ভুক্তভোগী গ্রিহক টেলিফোনের সেবা থেকে বঞ্চিত । চৌগাছা উপজেলায় টেলিফোন লাইনের সংযোগ ১৮৩ জন গ্রহক অফিস-আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান টেলিফোন লাইন সংযোগ নিয়েছে বিপদে। দেখা গিয়েছে চৌগাছা উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী অফিসে টেলিফোন লাইন সংযোগ আছে কিন্তু টেলিফোনে কোন কথাবাত্রা বলতে পারেন না লাইনে সমস্যা জর্জরিত টেলিফোন এক্সচেঞ্জের সেবা
থেকে বঞ্চিত হন। এমনকি টেলিফোন লাইনের বিলের কাগজ এ মাসের বিলের কাগজ অন্য মাসে দেন। উপজেলার ভিতর মৎস্য অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিস, প্রাণিসম্পদ অফিস, মহিলা অধিদপ্তর অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস অফিস, জনস্বাস্থ প্রকৌশল অফিস, সাব-রেজিষ্ট্রার অফিস,
উপজেলা প্রকৌশলী অফিস, যুব অধিদপ্তর অফিস, সহ বিভিন্ন অফিসে টেলিফোন লাইনের সংযোগ আছে কিন্তু ঠিকমতো সেবা পাননা। টেলিফোন এক্সচেঞ্জের অফিসের জানালে ক
বিভিন্ন সমস্যা দেখা দিয়ে পরবর্তীতে ঠিক করে দেন না । টেলিফোন লাইন সংযোগ আছে সেবা থেকে বঞ্চিত উপজেলার বিভিন্ন দপ্তর কিন্তু নিয়মিত টেলিফোন বিল টেলিফোন অফিসে দেয়া লাগে। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা মৎস্য অফিসার হরিদাস কুমার দেবনাথ বলেন দীর্ঘদিন টেলিফোন লাইনের সংযোগ সমস্যা কিন্তু টেলিফোন এক্সচেঞ্জ অফিসে বললে বলেন যে জনবল কম এইজন্য আপনাদের কাজ করে দিতে পারছে না। পরবর্তীতে ঠিক করে দেবো। এমনকি প্রতি মাসের বিল কাগজ ঠিকমতো নিদিয়ে পরবর্তীতে যে মাসে * থেকে ২০ তারিখের ভিতরে টেলিফোনে বিলের কাগজ দিয়ে যায়। মাসের বিল পরবর্তী মাসের পান।পরবর্তীতে টেলিফোন এক্সচেঞ্জের কোন লোকজন না এসে এভাবে পড়ে থাকে টেলিফোন লাইন গুলো। উপজেলা মহিলা অধিদপ্তরের অফিসের অফিসার উম্মে সালমা আক্তার বলেন টেলিফোন এক্সচেঞ্জ অফিস বলেন আপনার টেলিফোন সেটের সমস্যা হয়েছে পরবর্তীতে নতুন সেট কিনলো টেলিফোন লাইনের সমস্যা এমনকি বিলের কাগজ ঠিক সময় দেয় না। এ বিষয়ে চৌগাছা উপজেলা বি টি সি এল টেলিফোন অফিসে ও য়ারম্যান জামাল উদ্দিন বলেন পৌরসভার পানির লাইনের কাজ চলছে এই জন্য ১৯টি ক্যাবল লাইনের তার কেটে গিয়েছে এগুলো ঠিক হইলে পরবর্তীতে মানুষ টেলিফোন সেবা ভালোভাবে। এবং টেলিফোনের বিলের কাগজ কেন্দ্র থেকে এ মাসের বিলের কাগজ পরবর্তী মাসে দিয়ে আসছে।