চৌগাছায় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কা ১৩৬, সাধারণ সদস্য পদে হাতি মার্কা ৭৪ ভোট , সংরক্ষিত মহিলা সদস্য মাইক মাকা ১৩৯ নির্বাচিত হয়েছে
শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ
চৌগাছায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুজ্জামান পিকুল ঘোড় মাকা ১৩৬ ভোটী, সাধারণ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান ৭৪ ভোট, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী শ্যায়লা জেসমিন নির্বাচিত হয়েছেন। সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে সকাল ৯ থেকে দুপুর ২,১৫ পর্যন্ত ভোট দেওয়া চলে । সুষ্ঠু নির্বাচন চলে কোন প্রকার আপত্তিকর ঘটনা ঘটেনী। জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া মার্কা ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, নিকট প্রতিদ্বন্দ্বী মারুফ হাসান কাজল আনোয়ার্স মার্কা ২২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সদস্য পদে দেওয়ার তোহিদুর রহমান হাতি মার্কা ৭৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকট প্রতিবন্ধী আহ্বান হাবিব বাবু তালা মার্কা ৪২ , কামরুজ্জামান টিউবওয়েল মার্কা ৪০,আসাদুল ইসলাম বৈদ্যুতিক পাকা ভোট২ পেয়ে পরাজিত হয়েছেন।মহিলা সংরক্ষণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন শ্যায়লা জেসমিন মাইক মার্কা ১৩৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকট প্রতিদ্বন্দ্বী সাহানা আক্তার ফুটবল মার্কা ১৭ পেয়ে পরাজিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.