
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টম্বর শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে এই মিছিল ও সমাবেশ করেছে দলটি।
এ উপলক্ষে শহরের প্রেসক্লাব মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাও.গোলাম মোরশেদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রর্থী মাাও.নুরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদের সদস্য হাকিমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হাফেজ আমিন উদ্দীন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক প্যানেল মেয়র পৌর মেয়র প্রার্থী মাষ্টার কামাল আহমেদ, সিংহঝুলি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রহিদুল ইসলাম খান, স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাও. গিয়াস উদ্দীন, পৌর জামায়াতের আমীর মাও, আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপদি ও নারায়নপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী তুহিনুর রহমান, সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম, ধুলিয়ানি ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান, জগদীশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আব্দুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন ‘২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়েছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার দেশ চালাচ্ছেন। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐক্যমত কমিশনে ৩১ দলের মধ্যে ২৫ টি দল পিআরের পক্ষে রয়েছে। শুধুমাত্র একটি দল পিআরের পক্ষে নেই। ৭১ শতাংশ মানুষের মেন্ডেটকে উপেক্ষা করে কোনও একটি দলের পক্ষে ঝুঁকলে ভবিষ্যতে গণবিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যা দেশ ও জাতির জন্য ভয়ংকার পরিনতি ডেকে আনবে।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেরুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এদিকে একই দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দলোন ও খেলাফত মজলিস চৌগাছা উপজেলা শখার উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে