শ্যামল দত্ত(যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবার জাতীয় যুব দিবসে স্লোগান "প্রশিক্ষিত যুব ,উন্নয়ন দেশ" বঙ্গবন্ধুর বাংলাদেশ"মঙ্গলবার (১লা নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলা মিলনায়তনে উপজেলা যুব অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান।
এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী রিয়াত ইমতিয়াজ, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, সমবায় অফিসার অহিদুর রহমান, সমাজসেবা অফিসার মেহেদী হাসান,প্রাণিসম্প্রসারণ অফিস ডাঃ মাফুজুর রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আলম,সুজা উদ্দিন, অফিস সহকারী হেলাল উদ্দিন, ক্যাশিয়ার আমির হোসেন সহ বিভিন্ন যুব অধিদপ্তর অফিস ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব অফিসের কর্তৃক ৩০ জন প্রশিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও ৩৮জন যুবক ও যুব মহিলা দলের ১৭,৩০,০০০ /_(সতের লক্ষ্য ত্রিশ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.