চৌগাছায় কপোতাক্ষ নদীতে অজ্ঞাত লাশ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা কপোতাক্ষ নদীতে অজ্ঞাত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ মে) অনুমান সময় দুপুর ১.৩০ বড় কাবিলপুর আব্দুর রাজ্জাকের জমির নিচে কপোতাক্ষ নদীর ভিতর আধা গলিত লাশ পাওয়া গিয়েছে। ঘটনার বিবরণে জানা যায় দুপুরের দিকে শাহাদাত পুর বি জি বি ক্যাম্পার সীমান্ত ট্লরত বিজিবি সদস্য কপোতাক্ষ নদীর ভিতর মানুষের মরাদেহ ভাসছে দেখতে পায় এমন সময় দশপাকীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উননবী জানান তখন পুলিশ সদস্য নিয়ে লাশটি উদ্ধার করে চৌগাছায় থানায় আনেন ময়না তদন্তের জন্য যশোর ২৫০ সয্য হাসপাতলে মর্গে পাঠানো হয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ অজ্ঞাত কপোতাক্ষ নদীতে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে সত্যতা নিশ্চিত করেন।