চৌগাছায় এক বৃদ্ধ আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় অমেলা রানী মন্ডল (৬৫) বৃদ্ধ গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করেছেন। ২৬ মার্চ রোজ শনিবার চৌগাছা পাশাপোল ইউনিয়ন মালিগাতী গ্রামে অনুমান সভায় বেলা ১১ সভায় মৃত গোপাল মন্ডলের স্ত্রী আমেলা রানী মন্ডল (৬৫) দোচালা ঘরের ভিতরে নিজের শাড়ি দিয়ে পেচিয়ে আত্মহত্যা করে। তিনি ৪ সন্তানের জননী ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন ধরে পেট ব্যাথা গ্যাসটিক সমস্যা অসুস্থ ছিলেন পরিবারের অভাব অনটনের কারণে চিকিৎসার অভাবে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। চৌগাছা দশপাখিয়া ফাড়ীর ইনচার্জ এস আই নূরনবী বলেন তিনি আত্মহত্যা করেছেন সত্যতা নিশ্চিত করেন।