চৌগাছায় অবৈধ পথে অনুপ্রবেশ করায় শিশু সন্তান সহ ৪ জন আটক

চৌগাছা যশোর প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় ভারত থেকে অবৈধ পথে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেন শিশুসহ ৪ জন কে বিজিবি সদস্য আটক।বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল দিকে ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করলে পাঁচপিরতলা বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা শিশু সহ ৪ জনকে আটক করেন। তারা হলেন চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মফিজুর রহমান (৩৫), যশোরের,মনিরামপুর উপজেলার হাজরা কান্দি গ্রামের সাহেব আলীর মেয়ে মোছাঃ জরিনা খাতুন(৩৮),বাঘের হাট জেলার ফকিরহাট উপজেলার নলদা গ্রামের সোনাতন ব্যাপারীর মেয়ে সাথী পাল(৩৫) তার শিশু পুত্র সৃজন(৮),ঝালুকাটি জেলার ঝালুকাটি উপজেলার বেতলচ গ্রামের মৃত দিনেশ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪৫) বিজিবি সদস্যরা আটক করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন ভারত থেকে অবৈধ প্রবেশে আটকরা ব্যক্তিদের পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে মামলা নং ১১।