চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় এবার সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে । সোমবার (২২ সেপ্টেম্বর) স্বরুপদাহ ইউনিয়নের হিজলী গ্রামের সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। গাছ ৪টির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে মঈন উদ্দীন নামে এক ব্যাক্তি চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা হিজলী গ্রামের তারাচাঁদ ঢালীর ছেলে কামাল হোসেন (৪৮) ও একই গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন (৪৪) হিজলী গ্রামের একটি মাদ্রাসার সরকারি জমি থেকে ৪টি মেহগনি গাছ কেটে বিক্রি করেছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে হিজলী গ্রামের মঈন উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী মঈন উদ্দীন জানান, অভিযুক্তরা বিএনপির নাম খারাপ করতেই নানা অপকর্ম করে চলেছে। আমরা তাদের বিভিন্ন ভাবে প্রতিহত করতে চেষ্টা করেও ব্যার্থ হচ্ছি। আজ তারা মাদ্রাসার সরকারি গাছ কেটে বিক্রি করেছে। গাছ ৪টির আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। গাছ বিক্রি করে তারা টাকা পকেটস্থ করেছেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর পক্ষে আমি বাদী হয়ে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। বিকেলে পুলিশ এসে ছিলো। গাছ ৪টি সেখানেই পড়ে রয়েছে।
অভিযুক্ত কামাল হোসেন জানান, আমরা মাদ্রাসার উন্নয়নের জন্য এ গাছ ৪টি কেটে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেছি। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা এ মাদ্রাসার কমিটি গঠন করার জন্য কয়েকবার গ্রামের লোকজন ডেকেছি। আজ পর্যন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি। প্রশাসনের অনুমতি ছাড়া কিভাবে গাছ বিক্রি করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিএনপি করি হাফিজিয়া মাদ্রাসার জন্য গাছ ৪টি নওদা পাড়ার বাছের নামক এক কাটের ব্যাপারীর নিকট ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রয় করেছি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা সরকারি গাছ গুলি পুলিশ হেফাজতে নিয়েছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসমিন জাহান, বলেন বিষয়টি আমি জেনেছি অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.