নড়াইল প্রতিনিধি::
নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী। আইনজীবী বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর লায়ন নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা। গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। আজ শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে লায়ন নূর ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন। নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী হলেন সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা।নুর ইসলাম বলেন, প্রার্থিতা ফিরে পাওয়ায় নড়াইল বাসীর আনন্দিত হয়েছেন। আশা করি আগামী ৭ জানুয়ারি জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.