চেঙ্গুটিয়ায় ছিচকে চোর ও মাদকাসক্তদের উপদ্রব বৃদ্ধি

স্টাফ রিপোর্টার: অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় ছিচকে চোর ও মাদকাসক্তদের উপদ্রব বেড়েছে। গত ২৬ আগস্ট মহাকাল বিসিসি দাখিল মাদ্রাসা থেকে পল্লী বিদ্যুতের সরঞ্জামাদি ,চেঙ্গুটিয়া কজ মিলের সামনে থেকে বৈদ্যুতিক তার,মহাকাল কলেজের সামনে থেকে বৈদ্যুতিক মোটর,মোস্তফার বাড়ী থেকে মোটর,প্রফেসর মাসুমের বাড়ী থেকে বৈদ্যুতিক মোটরসহ বেশ কিছু ট্রান্সফরমার চুরি হয়েছে। এলাকাবাসী জানান,কিছু মাদকসেবী এ চুরি কাজে সম্পৃক্ত থাকতে পারে। অবিলম্বে অভয়নগর থানা প্রশাসনের সঠিক পদক্ষেপ নেয়া দরকার।