প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৪, ৩:১৫ পি.এম
চুয়াডাঙ্গায় হুইল চেয়ার বিতরণ করলেন দিলীপ কুমার

চিত্তরঞ্জন সাহা চিতু চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশন অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে। গতকাল তারাদেবী ফাউন্ডেশনের কার্যালয়ে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় প্রধান অতিথি বলেন, চুয়াডাঙ্গাকে স্মার্ট করে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। আমার মায়ের নামে প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গায় তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় ১০ বছর ধরে অসহায় মানুষের পাশে রয়েছি। তাদেরকে বিভিন্নভাবে সাহায্য, সহযোগিতা করে আসছি। আমার মা তার শেষ জীবনে হুইল চেয়ারে কাটিয়েছেন। আমি জানি মানুষ যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে বিছানাগত হয়ে যায় তখন তার চলাফেরায় কতটা কষ্ট হয়। চুয়াডাঙ্গা অনেক মানুষ আছেন যারা অসুস্থ হয়ে বিছানাগত, অনেক পরিবারের পক্ষে অসুস্থ ওই ব্যক্তির জন্য একটি হুইল চেয়ার কেনার সক্ষমতা নেই। আমি ওইসব মানুষের পাশে থাকতে চাই। এমন অসহায় মানুষের মাঝে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমি নিজেকে ধন্য মনে করি। চুয়াডাঙ্গার প্রত্যেকটি অসহায় মানুষ কখনও নিরাশ হবেন না। মনে রাখবেন আমি দিলীপ কুমার আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
অনুষ্ঠানে আলমডাঙ্গা ভাংবাড়িয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে জাব্বারুল ইসলাম, চুয়াডাঙ্গা গোরস্তান পাড়ার মৃত আব্দুল আজিজের স্ত্রী প্রতিবন্ধী আমেনা খাতুন, চুয়াডাঙ্গা শেখপাড়ার নবীছদ্দিনের ছেলে মন্টু আলী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের মৃত সাবান মন্ডলের ছেলে বিশারত মন্ডলকে হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুর পরিচালনায় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, ঠিকাদার ওয়ায়েচ কুরুনী টিটু, যুবলীগ নেতা জাবিদ, আশরাফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.