প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৫, ২০২৫, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৫৫ এ.এম
চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিল গ্রেপ্তার॥

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিলকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা সদরের নয়মাইল ইটভাটার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মঞ্জিল(৩৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালি গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে, আসামি মঞ্জিলের অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসানুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স নয়মাইল বাজারের পাশে একটি ইটের ভাটায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মঞ্জিল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পুলিশ কৌশলে তাকে আটক করে থানা হেফাজতে নেন।
সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হত্যা মামলার প্রধান আসামি মঞ্জিলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও বরেন, ওই মামলার বাকি আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, গোলাম ফারুক জোয়ার্দ্দার গত ৬ আগস্ট বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিজ এলাকার মোমিনপুর বাজারে, বাজার করতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলরের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যাক্তি তাকে লাঠি দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গত ৮ আগস্ট নিহত গোলাম ফারুকের স্ত্রী বাদী হয়ে মঞ্জিলকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাতে মঞ্জিলকে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.