Type to search

চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল পদে  চাকরি পেলেন ৩৩জন

জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল পদে  চাকরি পেলেন ৩৩জন

 চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
মেধা ও যোগ্যতার ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৩ জন তরুণ-তরুণী। এদের মধ্যে পুরুষ-২৯ ও নারী ৪ জন।
এর আগে গত ২৯ অক্টোবর থেকে নিয়োগ কমিটি ১ম ধাপে চাকুরী প্রার্থীদের মধ্য থেকে কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫২৫ জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য মনোনীত করেন। এরপর ১৭ নভেম্বর সরকারি আদর্শ মহিলা কলেজে প্রাথমিক বাছাইকৃত ৫২৫জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১৩জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।
পরে গতকাল রবিবার (২৪ নভেম্বর) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৩জন প্রার্থী মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে পুরুষ-২৯ ও নারী-৪ জনসহ মোট ৩৩জন প্রার্থী নিয়োগ বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
গতকাল রাত ৯ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে নতুন চাকরি পাওয়া এই তরুণ-্তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম,  কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার বদরুজ্জামান জিল্লু,  মেহেপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ