প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৩২ পি.এম
চুয়াডাঙ্গায় দুর্ধর্ষ চুরি

চিত্তরঞ্জন সাহা চি তু, চুয়াডাঙ্গার মেইন শহরের মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌঁনে ৭টার দিকে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, সকাল পৌঁনে ৭টার দিকে চোরচক্রের সদস্যরা শহরের শহীদ আবুল কাশেম সড়কের নাফি টেলিকমের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। সিসিটিভি ক্যামেরার বাইরের সংযোগ বিচ্ছিন্ন করে নগদ ৭ লাখ টাকাসহ বেশ কয়েকটি নতুন মোবাইলফোন চুরি করে নিয়ে যায়। পরে দোকান থেকে বেড়িয়ে তারা সার্টারে আবার নতুন তালা লাগিয়ে সটকে পড়ে। এতে প্রায় ২৮ লাখ টাকার মালামাল চুরি গেছে বলে দাবি করেছে দোকান মালিক।
নাফি টেলিকমের সত্বাধিকারী মাইনুল হাসান রিপন জানান, তালা কেটে চুরির পর দোকানে আবার নতুন তালা লাগিয়ে চলে যায়। পরে দোকান খুলতে না পেরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তালা ভেঙে দোকানে ঢুকে সবকিছু তছনছ অবস্থায় দেখতে পায়। চুরির ঘটনায় প্রায় ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে পুলিশের একাধিক দল কাজ কর
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.