প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৪, ১১:২৩ এ.এম
চুয়াডাঙ্গায় দুটি ডিমের দোকানে জরিমানা

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গায় অতিরিক্ত দামে ডিম বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শহরের বড় বাজারের নিচের বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযান থেকে জানা গেছে, গত তিন দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় প্রতি পিচ ডিমের দাম বেড়েছে ২ টাকা করে। এমন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের নিচের বাজারে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রয় এবং ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স ডালিম ডিম ঘরকে ৮ হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স মঈন ডিম ঘরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.