চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় পা হারানো ইয়াসিন মারা গেছে

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার সড়ক দুর্ঘটনায় আহত সেই ইয়াছিন ৬ দিনের মাথায় মারা গেছে। গতকাল বুধবার (০২ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসারত অবস্থায় মারা গেছে। গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে ট্রাকচাপায় দুই পা পিষ্ট করে দেয় ইয়াছিনের। একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয় এবং ইয়াসিনের দুই পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। এতে গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইয়াসিন।নিহত ইয়াসিন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাজিপাড়ার দিদার আলীর ছেলে। তিনি একটি বেসরকারী ব্যাংকে নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিল।
নিহত ইয়াসিনের মামা সজিব হোসেন জানান, রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যায়। শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হলো না। গ্রামের লোকজন থেকে শুরু করে অনেকেই তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছিলেন। সব কিছু ঠিকঠাক থাকলে সকালের মধ্যে মরদেহ গ্রামের বাড়িতে পৌছানোর কথা রয়েছে। তারপর দাফনকাজ সম্পন্ন করা হবে।