প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:৩০ পি.এম
চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
বিনা বিচারে ১৬ বছর বন্দি নিরাপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিডিআর কল্যান পরিষদ ও চুয়াডাঙ্গার ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যরা। গতকাল চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ হাসান চত্বরে পৌঁছায়। এরপর সেখানে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানাসহ সারা দেশের ইউনিটগুলোতে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছিল। তা তৎকালীন খুনি সরকার চক্রান্ত সংঘটিত হয়েছিল এ ঘটনায় পিলখানাসহ বিডিআরের সকল ইউনিটে অবৈধ আদালত স্থাপন করে। সেই আদালতে ছিল না আমাদের কোন বাক স্বাধীনতা, কোন আইনজীবী নিয়োগ দেওয়া নিষেধ ছিল। সেই আদালতে আমাদের অবৈধভাবে শাস্তি দেওয়া হয়।
বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা বলেন, আমাদের জরাজীর্ণ সংসারের দিকে তাকিয়ে ওই অবৈধ আদালত বিলুপ্ত ঘোষণা করে পুনরায় আমাদেরকে চাকুরীতে যোগদানের ব্যবস্থা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিডিআর সদস্য মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ, বাবলুর রহমানসহ কারাবন্দী বিডিআর সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.