Type to search

চুয়াডাঙ্গায় কুপিয়ে আহত যুবক মারা গেছে

অন্যান্য

চুয়াডাঙ্গায় কুপিয়ে আহত যুবক মারা গেছে

চুয়াডাঙ্গায় কুপিয়ে আহত যুবক মারা গেছে
চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের কাছে নিপুন সাহা (২৩) নামের এক যুবককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। আহত নিপুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা চলাকালে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। এ ঘটনা চুয়াডাঙ্গায় জানাজানি হলে শহরের পরিস্থিতি থমথমে হয়ে পড়ে। এ ঘটনার জের ধরে শহরে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে মানুষ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গত শনিবার রাত ৯টার দিকে শহরের টাউন ফুটবল মাঠের কাছে প্রতিপক্ষ একদল যুবক নিপুন সাহাকে কুপিয়ে। আহত করে। নিপুন চুয়াডাঙ্গা শহরের বাজারপাড়ার কৃষ্ণ সাহার ছেলে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই নিপুনের চিকিৎসা চলছিল।
ওসি আরও জানান, শহরের ফল ব্যবসায়ীদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে দুদল যুবকের মধ্যে গত শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়। পরদিন শনিবার এ ঘটনার জের ধরে নিপুন সাহাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।
নিপুন মারা গেছে এমন খবর চুয়াডাঙ্গায় জানাজানি হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে পুলিশের একাধিক টিম শহরে টহল শুরু করেছে বলেও জানান ওসি খালেদুর রহমান।
  • খালেদুর রহমান বলেন, ‘নিপুনকে আহত করার ঘটনা নিয়ে ওইসময় নিপুনের স্বজনরা কোনো মামলা করেননি। তারা বলেছিলেন, চিকিৎসা শেষ করে এসে মামলা করবেন। নিপুনের ওপর হামলার সাথে জড়িতদের আটক করার ব্যাপারে অভিযান চলছে। রাজশাহীতে আইনগত প্রক্রিয়া শেষ করে নিপুনের লাশ চুয়াডাঙ্গায় নিয়ে আসা হবে।’