চুয়াডাঙ্গায় কমছে না শীতের দাপট দিনভর সূর্যের লুকোচুরি

চিত্তরঞ্জন সাহা চিতু চুয়াডাঙ্গা থেকে
চুয়াডাঙ্গায় কোন ভাবেই কমছে না শীতের দাপট। তাপমাত্রা ওঠা নামা করলেও শীতের অনুভূতি একটুও কমেনি। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতের যন্ত্রণা বাড়াচ্ছে কয়েকগুণে। গতকালও সারাদিনে সূর্যের দেখা মেলেনি। যেটুকু দেখা মিলেছে তাতেও ছিলনা কোন উত্তাপ। সূর্যের লুকোচুরি খেলায় কেটেছে সারাটা দিন। গতকাল রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
এদিকে তীব্র শীতের কারণে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগের পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে ভিড় করছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান হক জানান, গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গত শুক্রবার ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গতদিনের থেকে ২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা কমেছে। তাপমাত্রা আরও কমতে পারে।
আজকে তাপমাত্রা আরো কমেছে। তাপমাত্রা ৯’০৮ ডিগ্রী সেলসিয়েস। তাপমাত্রা কম হওয়ার পরও স্কুলগুলো যথারীতি খুলে রাখা হয়েছে। ফলে কোমলমতি শিশুরা প্রচন্ড কষ্টের স্বীকার হচ্ছে।