চুয়াডাঙ্গার ১০ গুনিজনকে সম্মাননা প্রদান

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
আজ ২৫ মে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী ২০২২-২০২৩ সালের চুয়াডাঙ্গা জেলার ১০জন গুনিজনকে সম্মাননা প্রদান করেছে।
চুয়াডাঙ্গা জেলার সংস্কৃতি সংগঠক, সংগীত, সাহিত্য, যাত্রা ও নাটকে বিশেষ অবদানের জন্য ১০ গুনিজনকে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম আর ফয়জুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। সম্মাননা প্রাপ্তিরা হচ্ছেন নুরুল ইসলাম মালিক,চিত্তরঞ্জন সাহা চিতু, আছমত আলি বিশ্বাস, মনিরুজ্জামান ধিরু, জয়নাল আবেদীন,আলাউদ্দিন উমর, আতিকুর রহমান বিশ্বাস, ইকবাল হোসেন, তুহিন সুলতানা ও আসিফ জাহান।
প্রত্যেককে একটি মেডেল, একটি সার্টিফিকেট, একটি উত্তরীয় ও বিশ হাজার টাকার একটি চেক দেওয়া হয়। শেষে একঝাক কিশোর কিশোরীরা সংগীত পরিবেশন করে।