Type to search

চুয়াডাঙ্গার মোমিনপুরে রুপালি ব্যাংকের মধ্যে থেকে নারীসহ আনসার সদস্য আটক

অভয়নগর

চুয়াডাঙ্গার মোমিনপুরে রুপালি ব্যাংকের মধ্যে থেকে নারীসহ আনসার সদস্য আটক

চিত্তরঞ্জন সাহা চিতুু, চুয়াতাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে নারীসহ হেলাল উদ্দিন নামের এক আনসার সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা।
আজ শনিবার (০৩ মে) বেলা ১১ টার দিকে মোমিনপুর রুপালী ব্যাংক শাখার মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাংকের গেটের সামনে এক নারীকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে বিষয়টি আরও রহস্যজনক মনে হয়। পরে ব্যাংকের ভিতরে প্রবেশ করে আনসার সদস্য হেলালসহ ওই নারীকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।
আটক নারী জানান, তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে হেলালের সঙ্গে তার ইমোতে যোগাযোগ ছিল এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রূপালী ব্যাংক শাখায় আসার সুবাদে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত ঘটে।
আনসার সদস্য মোঃ হেলাল বলেন, “ওই নারী আমার পূর্ব পরিচিত। সে ব্যাংকে টাকা আছে কিনা দেখতে চায়, তাই সে আমার সঙ্গে এসেছে।”
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়েটির সঙ্গে আনসার সদস্যের কথা হতো। আজ ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকায় মেয়েটি দেখা করতে এসেছিল বলে জেনেছি। কোন অসামাজিক কার্যকলাপের ঘটনা ঘটেনি। ব্যাংক বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে আমাদের নিকট হস্তান্তর করেছেন।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা আনসার ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা থানাতে এসেছেন। বিষয়টি আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তিনি নিয়মবহির্ভুত কাজ করেছেন বলে জেনেছি। আমাদের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।