প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ৩:৩৩ পি.এম
চুয়াডাঙ্গার নেহালপুরে ২৪ প্রহরব্যাপী নামকীর্তন শুরু

চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা নেহালপুর হালদার পাড়া সার্বজনীন দূর্গামন্দিরের উদ্যোগে ২৪ প্রহরব্যাপী মহাকীর্তন শুরু হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে নামকীর্তন শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক। রিয়াজুল ইসলাম টোটন, মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহা, কিশোর কুমার কুন্ডু ও আলী হোসেন জোয়ার্দ্দার।
এই নামকীর্তনে ৬টি কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করবে । দলগুলো হচ্ছে নরসিংদীর পার্থসারথি সম্প্রাদায়, পিরোপুরের ব্রজের মাধরী সম্প্রদায়, মাগুরার রূপশ্রী সম্প্রদায়, মাগুরার শ্যামা সম্প্রাদায়, গোপালগঞ্জের মহাপ্রডু সম্প্রাদায় ও নেহালপুরের নব কিশোর সম্প্রাদায়।
নামকীর্তনে শত শত সনাতন ধর্মের নর নারি ভক্তরা অংশগ্রহন করছে। নাম কীর্তনকে কেন্দ্র করে এলাকায় শত শত রকমারী দোকান মেলায় পরিনত হয়েছে। সমস্ত দল পরিচালনা করছেন বাবু সুনীল হালদার ও বাবু জগন্নাথ হালদার। মনোরঞ্জন হালদার ও কানাই হালদারের নেতৃত্বে জএক দল যুব সম্প্রদায় প্রসাদ বিতরণে নিয়োজিত আছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.