প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৪, ৯:১০ পি.এম
চুয়াডাঙ্গার দর্শনায় ১০ মামলার আসামী শাহাবুল গ্রেফতার

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গ সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ১০ মামলার চিহ্নিত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী সাহাবুল হোসেনকে (৪৩) গ্রেফতার করেছে সেনা সদস্যরা। গতকাল বুধবার তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। শাহাবুল হোসেন দর্শনা মেমনগর বাগদী পাড়ার গোলজার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চোরাকারবারী, অবৈধ অস্ত্র, ডাকাতি ও অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, সাহাবুল দেশীয় বোমা ও ককটেল তৈরিতে সিদ্ধহস্ত। বোমা বিস্ফোরণে তার ডান হাত উড়ে যায়। গত ৫ আগস্টের পর থেকে সাহাবুল হোসেন দর্শনায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার ত্রাস হিসেবে পরিচিতি লাভ করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতাকরকৃত শাহাবুলের বিরুদ্ধে দর্শনা ও দামুড়হুদা মডেল থানায় ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.