Type to search

চুয়াডাঙ্গার দর্শনায় চলন্ত ভ্যানচালককে  কুপিয়ে জখম

অপরাধ

চুয়াডাঙ্গার দর্শনায় চলন্ত ভ্যানচালককে  কুপিয়ে জখম

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনায় দৃর্বুত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে আব্দুল আলিম (৩০) নামের এক পাখিভ্যানচালক জখম হয়েছে। গতকাল  দর্শনার জয়নগর গ্রামে এঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আব্দুল আলিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহত আব্দুল আলিম দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের দুধপাতিলা গ্রামের সবুর আলী ছেলে। স্থানীয়রা জানা গেছে, সকালে দর্শনা পৌরসভা ধীন জয়গনগর গ্রামের মধ্যে দিয়ে পাখিভ্যান যোগে যাচ্ছিল আব্দুল আলিম। এসময় একটি মোটর সাইকেলে তিনজন দুর্বৃত্ত ফিল্মি স্টাইলে পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুল আলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিজস্ব স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আব্দুল আলিমকে।
সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, আহত অবস্থায় আব্দুল আলিমকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার দুই হাত ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে আব্দুল আলিম বাড়ি চলে যায়। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মোটর সাইকেলে থাকা তিনজন ব্যক্তি চলন্ত ভ্যান চালকের হাতে ধারাল অস্ত্র দিয়ে কয়েকটি আঘাত করেছে বলে জেনেছি। এটি ছিনতাইয়ের কোন ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। আহতের পক্ষ থেকে কোন অভিযোগ না করলেও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে।