Type to search

চুয়াডাঙ্গার জীবননগরে ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক-১

কেশবপুর

চুয়াডাঙ্গার জীবননগরে ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক-১

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭২ বোতল ফেন্সিডিল জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এসময় মিজানুর রহমান (৫৫)নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল  উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত একই গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা কতৃক মাদকবিরোধী অভিযানে জীবননগর থানাধীন সুটিয়া গ্রামের মিন্টু মন্ডলের বসত বাড়ির উঠান থেকে মিজানুর রহমানের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৭২ বোতল ফেন্সিডিল জব্দ করে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু  করা হয়েছে।