প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ৭:১৫ এ.এম
চুয়াডাঙ্গার আলোচিত রুপা খাতুন অস্ত্র-টাকাসহ গ্রেফতার

চুয়াডাঙ্গার আলোচিত রুপা খাতুন অস্ত্র-টাকাসহ গ্রেফতার
চিত্তরঞ্জন সাহা চিতু। চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গায় রাইফেল, দেশীয় অস্ত্র, পাসপোর্ট, ছুরি, বটি, টাকাসহ আলোচিত রুপা খাতুন নামে এক নারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত গতকাল রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলোচিত এই নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ও পতিতাবৃত্তির অভিযোগ পাওয়া গেছে। এই নারীর বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের বহু অপকর্মের তথ্য পাওয়া যেত। বহু মানুষের আসা-যাওয়া ছিল তার বাড়িতে। অভিযোগ আছে, অবৈধ গোপন ব্যবসার মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়েছেন সহায় সম্বলহীন রুপা। সবশেষ গ্রেফতার রুপা খাতুনের বিরুদ্ধে তারই স্বামী মিরাজুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। রুপাও এর আগে মিরাজুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং পারিবারিক আদালতে মামলা করেছিলেন। ওই মামলায় মিরাজুলকে কারাবরণ করতে হয়েছিল।
গ্রেফতারকৃত রুপা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইসলাম পাড়ার মিরাজুল ইসলাম মামুনের স্ত্রী এবং চুয়াডাঙ্গা শ্মশানপাড়ার বটে আলীর মেয়ে।
অভিযান সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে রুপাকে গ্রেফতার করে। সে সময় রুপার বাড়ি থেকে একটি .২২ রাইফেল, অপটিক্যাল সাইট, নগদ সাড়ে ৭ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র (কিরিচ), একটি হুক্কা ও ছয়টি মদের খালি বোতল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ও জব্দ মালামাল চুয়াডাঙ্গা সদর থানায় পাঠানো হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, রুপার বিরুদ্ধে চোরাইপথে অস্ত্র পাচার ও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। সদর থানা-পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.