Type to search

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পর্নোগ্রাফি তৈরির কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ, যুবক গ্রেফতার

জেলার সংবাদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পর্নোগ্রাফি তৈরির কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ, যুবক গ্রেফতার

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ পর্নোগ্রাফি তৈরির ঘটনায় ব্যবহৃত কম্পিউটার ও মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, সিঙ্গাপুর প্রবাসী মোঃ সালেকিন হাসানের স্ত্রী দুই মাস আগে ভালাইপুর বাজারে মোঃ আশিকুর রহমান ওরফে সাদ্দাম হোসেন (১৮) এর মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মোবাইল মেরামতের জন্য জমা দেন। আশিক কৌশলে মোবাইল থেকে ভিকটিমের দেবর মোঃ মাসুদ রানা (২৬) ও ভিকটিমের কিছু ছবি তার কম্পিউটারে স্থানান্তর করে। পরে এসব ছবি এডিট করে বিকৃতভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দেয়। বিষয়টি জানার পর ভিকটিমের দেবর মোঃ মাসুদ রানা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। মামলা নং- ৪, তারিখ ০৪/০৫/২০২৫, ধারা- ৮ (১)/৮ (২)/৮ (৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী মামলা রুজু করা হয়। এজাহারের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী শামসুল আলম এবং সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে খাদিমপুর গ্রামের আশিকুর রহমানকে গ্রেফতার করে। অভিযানে তার ব্যবহৃত কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।