প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৫, ৩:৪০ পি.এম
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপলুর ইন্তেকাল

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। শনিবার দিনগত রাত ৩টার দিকে ঢাকার ধানমণ্ডির একটি বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবারের স্বজনরা জানিয়েছেন, ডায়াবেটিস ও হৃদরোগে অসুস্থ ছিলেন মির্জা ফরিদুল ইসলাম শিপলু। গত বছরে তাঁর হার্টে একটি রিং পড়ানো হয়েছিল। গত সপ্তাহে তিনি নিয়মিত শারীরিক চেকআপের জন্য চুয়াডাঙ্গা থেকে ঢাকায় গিয়েছিলেন। ঢাকার ধানমণ্ডিতে ভাইয়ের বাসায় অবস্থান করার সময় গত রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে সকালে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় জান্নাতুল মওলা কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হবে।
মির্জা ফরিদুল ইসলাম শিপলু দীর্ঘদিন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। সবশেষ গত বছরের ২৩ নভেম্বর জেলা বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিন হন।
এছাড়াও, তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.