প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১:২৭ এ.এম
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনী যুবদলের বহিস্কৃত জাহিদের দোকান হতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
জীবননগরে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করেছে। অভিযান কালে জাহিদের বাইসাইকেলের দোকান হতে বিদেশে পিস্তল, গুলি, নির্যাতন চালানো ব্যাটন, মোবাইল ফোন, একাধিক সিম কার্ডসহ যুবদলের বহিষ্কৃত বিতর্কিত গাজী জাহিদ ওরফে ভাংড়ি জাহিদকে (৩৬) আটক করেছে। রোববার ভোরে চুয়াডাঙ্গা যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। আটকৃত জাহিদ মহানগর দক্ষিণপাড়া নুরুল ইসলামের ছেলে।
সূত্রে জানা যায় চুয়াডাঙ্গা যৌথ বাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়। অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামিনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও নির্যাতন চালানোর কাজে ব্যবহারিত একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসান ওরফে ভাংড়ি জাহিদকে আটক করা হয়।
আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম নুরুল ইসলাম। আটক গাজী জাহিদ জীবননগর পৌর যুবদলের নেতা ছিলেন। বিতর্কিত কর্মকান্ডের কারণে চলতি বছরের প্রথম দিকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জীবননগর পৌর যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম জানান জাহিদ বিএনপি কিংবা যুবদলের কেউ না তবে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ছয় মাস আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিএনপি কিংবা যুবদলের সাথে তার কোন সম্পর্ক নেই। দল তার দায় নেবে না।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.