প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ৯:৫৫ এ.এম
চুয়াডাঙ্গায় মাথার খুলিবিহীন শিশুর জন্ম

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার দামুডহুদা উপজেলার একটি ক্লিনিকে মাথার খুলিবিহীন একটি শিশুর জন্ম হয়েছে।
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর জন্ম দেন আরজিনা খাতুন নামের।
এ অস্বাভাবিক শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখতে শতশত নারী-পুরুষ ক্লিনিকে ভিড় জমাচ্ছেন। চিকিৎসক বলছেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায এনেনসেফালি’ নামে পরিচিত। এই ধরনের শিশুরা বেঁচে থাকে না।
ক্লিনিক সুত্রে জানা যায়, শনিবার সকালে দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের এখলাস উদ্দীনের স্ত্রী আরজিনা খাতুন প্রসব বেদনা অনুভব করলে অ্যাপোলো ক্লিনিকে ভর্তি করা হয়। ডা. হাসানুজ্জামান নূপুর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে দেখা যায়, শিশুটির মাথার খুলির অংশ নেই। নবজাতকটি বর্তমানে পর্যবেক্ষণে আছে।
ডা. হাসানুজ্জামান নূপুর বলেন, এটি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘এনেনসেফালি’ নামে পরিচিত। এটি একটি জন্মগত ত্রুটি,। এই ক্ষেত্রে বেশিরভাগই শিশু বাঁচতে পারে না। খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু যায়। যদিও শিশুটি বর্তমানে জীবিত রয়েছে, তবে তার ভবিষ্যত অত্যন্ত অনিশ্চিত। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.