Type to search

চাল আমদানি শুল্ক ২৫ শতাংশ হ্রাসে বাজারে প্রভাব

অর্থনীতি জাতীয় জেলার সংবাদ

চাল আমদানি শুল্ক ২৫ শতাংশ হ্রাসে বাজারে প্রভাব

সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানি শুল্ক ২৫ শতাংশ হ্রাসের ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে চালের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

বাজারে কমছে ধানের দাম এবং মিলগেটেও বস্তাপ্রতি চালের দাম একশ থেকে দেড়শ টাকা কমেছে। তবে খুচরা বাজারে দাম কমেনি।

রবিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে সংবাদ সম্মেলনে চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দেন। নতুন শুল্কহারে চাল আমদানি করতে ১০ই জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন আমদানিকারকেরা।

ঘোষণার  প্রভাব পড়তে শুরু করেছে দেশের চালের বাজারে। দিনাজপুরের পাইকারি বাজারে কমতে শুরু করেছে ধানের দাম  বস্তাপ্রতি চালের দাম কমেছে ১০০ টাকা।  তবে খুচরা বাজারে এর প্রভাব পড়তে দুইচার দিন সময় লাগবে বলছেন, চালকল মালিক নেতারা।

কুষ্টিয়ার চাল মোকামে ইতিমধ্যে কেনাবেচা কমে গেছে। নতুন করে অর্ডার দিচ্ছেন না পাইকাররা ।  মিলগেটে নতুন চাল বস্তা প্রতি ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে। আর স্থিতিশীল পুরাতন চালের বাজার।

আর দুই দিনের ব্যবধানে নওগাঁর বাজারে প্রতি মণ ধানের দাম কমেছে ১০০ টাকা থেকে ১৫০ টাকা। তবে নওগাঁর মোকামে ধানের দাম কমলেও চালের মোকামে ও স্থানীয় খুচরা বাজারেও আগের দামেই চাল বিক্রি হচ্ছে। ব্যাপক পরিমাণ চাল আমদানি হলে মিলারদের পাশাপাশি কৃষকরাও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বে।

চলতি মাসের মাঝামাঝি সময় থেকে বগুড়ার খুচরা ও পাইকারি বাজারে চালের দাম বাড়তে থাকলেও গেলো এক সপ্তাহের মধ্যে সব ধরনের চালের দাম স্থিতিশীল।

বগুড়া সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, “আশা করছি দু’এক দিনের মধ্যে চালের বাজারে এই প্রভাব পড়বে। আশা করছি চালের দাম কমে যাবে।”

চালের দাম নিয়ন্ত্রণে সরকারিভাবে চার লাখ, জিটুজি পদ্ধতিতে দেড় লাখ মেট্রিক টন এবং বেসরকারিভাবেও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

সূত্র, DBC বাংলা