স্টাফ রিপোর্টার : চলতি ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা সরাসরি পরীক্ষা না দিয়ে অটোপাশের দাবীতে মনিরামপুরে মানববন্ধন করেছে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসেরর কার্য্যালয়ের সামনে যশোর-সাতক্ষীরা মেইন সড়কে পাশে প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীর ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড লেখা নিয়ে এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধনে তারা যথাযথ কর্তৃপক্ষের নিকট চলতি বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যেই সংক্ষিপ্ত মুল্যায়ন পদ্ধতির মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অটোপাসের সিদ্ধান্ত দেয়ার দাবী জানান।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ১৮ বছরের নীচে কাউকে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে না। তাছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হবার আগে কোন পরীক্ষার্থী করোনাভাইরাসে সংক্রমিত হয়। তাহলে সে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। পরীক্ষা দিতে না পারলে তাদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাবে। এছাড়া বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম প্রায় ১ বছর যাবৎ বন্ধ রয়েছে। সমগ্র বিষয়টি বিবেচনায় ভিত্তিতে মুল্যায়ন করে এসএসসি/সমমানের ফলাফল ঘোষনা করার দাবী করেছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.