অনলাইন ডেক্স: বরিশালের আড়িয়ালখাঁ নদীতে ট্র্রলার ডুবির ঘটনায় উদ্ধার হওয়া তিনজনের লাশের পরিচয় মেলেছে। তারা হলেন-মো. জাহিদ (৩০) ও আব্দুল কুদ্দুস (৬৫) ও মো. জামাল (৩৮)। এদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলার রূদ্রপুর গ্রামে।
এর আগে, তাদের লাশ বরিশাল নিয়ে আসে নৌ পুলিশ। পরে স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ওই দুর্ঘটনায় নিখোঁজ দুইজনের সন্ধানে আড়িয়ালখাঁ নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ থেকে একটি ট্রলার বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিল। পথিমধ্যে আড়িয়ালখাঁ নদী অতিক্রমকালে একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.