রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর সার্কেলের দ্বায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তাকে শনিবার (১১ সেপ্টেম্বর) ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পরে অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে, গত ১৩ আগস্ট জাল জন্ম নিবন্ধন সনদ দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামে পাঁচ লাখ টাকা দেনমোহরে এক নাবলকের বিয়ে রেজিস্ট্রি হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ নিয়ে বরের বাবা তারা মিয়া থানায় অভিযোগ করতে গেলে ৫০ হাজার টাকা দাবি করেন এএসআই কামরুল ইসলাম। পরে কয়েক দফায় এএসআই কামরুল ইসলাম ইসলামকে ২৪ হাজার টাকা দেন তারা মিয়া। কিন্তু টাকা নিয়েও তার অভিযোগ গ্রহণ করা হয়নি। একইভাবে কনের বাবার কাছ থেকেও মামলা করার জন্য টাকা নেন এএসআই কামরুল ইসলাম। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম