Type to search

গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন

ঝিকরগাছা

গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : গ্রামবাংলার ঐতিহ্যকে নিজেদের মধ্যে লালন করতে বর্ণিল সাজে যশোরের ঝিকরগাছায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। বাংলা ১৪৩১ সনকে বিদায় দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে উপজেলা জুড়ে নেমে আসে উৎসবের আমেজের রঙিন ঢল ও পহেলা বৈশাখকে স্বাগত জানাতে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সকলের মধ্যে উৎসবমুখর আয়োজনে এসো হে বৈশাখ এসো এসো ধ্বনি উচ্চারিত হতে থাকে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয় ও স্থানীয় বাজার প্রদক্ষিণ করে আবারও পরিষদে এসে শেষ হয়। উপজেলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে এই আয়োজনে আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। সাদা রঙের বৈশাখী শাড়িতে নারী ও লাল রঙের পাঞ্জাবী পড়ে পুরুষের মধ্যে রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের সঙ্গে ছিল ঐতিহ্যবাহী পুরাতন দিনের স্মৃতি ফিরিয়ে আনতে সবাই হারিয়ে যায় গ্রামবাংলার চিত্র। বাদ্যযন্ত্রের তালে তালে গানে গানে মুখরিত হয়ে উঠে পুরো উপজেলা পরিষদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. আ. রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাহিদুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুুল হক ইমদাদ, উপজেলার মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলামসহ আরও অনেকে।
অপরদিকে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উৎসবমুখর পরিবেশে এসো হে বৈশাখ এসো এসো গানে গ্রামবাংলার ঐতিহ্য ফুটিয়ে তুলতে গ্রাম্য বৈবাহিক চরিত্র ফুটিয়ে তুলে নতুন বর-বউকে বরণ, মেঠোরাস্তা দিয়ে গরুর গাড়ি ও ঘোড়াতে করে কন্যা বিদায় সহ ভিন্ন আঙ্গিকে বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাড. শাহ আনোয়ারুল কবীরের সভাপতিত্বে র‌্যালী ও সাংস্কৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, শফিকুল ইসলাম, গাজী গোলাম মোস্তফা, মুক্তার আলী, বিলকিস খানম, ডেনিস ফাতেমা, কামরুন্নাহার, জয়েন্তী রাণী, রবিউল ইসলাম, শামসুর রহমান, মফিজুর রহমান, আলমগীর হোসেন, আলী আকবর, ইসমাইল হোসেন, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সাংবাদিক মিজানুর রহমান।
এছাড়াও বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে পৌর সদরের পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উৎসবের আমেজের রঙিন ঢল ও পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী খোলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক জাহানারা পারভীন, শাহনাজ পারভীন, মনিরুজ্জামান মনির, রাবেয়া খাতুন, জেসমিন আক্তার, রোজিনা সুলতানা, উবাইদুর রহমান, শামীমা ইয়াসমিন, দপ্তরী মাসুদ রানা প্রমুখ।

‎ ঝিকরগাছার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা